নষ্ট শকুন
বন্ধ দরজায় মন আটকেছিল অনেকদিন।
ভিতরে রাস উৎসব, নাকি সেতারের বিলাপ,
নাকি অস্তচাঁদের ভারাক্রান্ত প্রলাপ...
না বুঝেই ডেকেছিলাম প্রাণপণেÑ
সাড়া পাইনি তোমার!
কৌতূহলী মন উড়াল পাখির মতো
নদীর মতো একরোখাÑ
চোখ মেলতেই দেখলাম
তোমার উচ্ছিষ্ট দেহ
ভিতরে রাস উৎসব, নাকি সেতারের বিলাপ,
নাকি অস্তচাঁদের ভারাক্রান্ত প্রলাপ...
না বুঝেই ডেকেছিলাম প্রাণপণেÑ
সাড়া পাইনি তোমার!
কৌতূহলী মন উড়াল পাখির মতো
নদীর মতো একরোখাÑ
চোখ মেলতেই দেখলাম
তোমার উচ্ছিষ্ট দেহ
Nasir Ahmed Kabul. Lyricist: Bangladesh Betar, Editor-in-Chief: Ajagami 24, Publisher: Jalchhabi Prakashan, Dhaka.