মানবিক প্রার্থনা
আমার হাতে এবং পায়ে শেকল পরিয়েছে কে
কেড়ে নিয়েছে কে রাতের ঘুম আরাম—আয়েশ
কন্ঠ থেকে উচ্চারিত ভালোবাসার
পঙ্ক্তিমালা
কে ছুঁড়ে দিয়েছে দুর্গন্ধময়
স্যাঁতসেঁতে ডাস্টবিনে?
আমার সম্মুখে ভোরে দোয়েল পড়ে থাকে
মৃত
ধ্যানমগ্ন মাছরাঙা খুঁজে পাই না কোথাও
আর
বাউল একতারা ছেড়ে শেয়ারবাজারে খাবি
খায়
কার অপরাধে তাদের শিশুসন্তান অভুক্ত
কাঁদে!
গ্রামীণ আঁকাবাঁকা পথ ঢেকে গেছে কালো
পিচে
পালতোলা নৌকা হারিয়ে গেছে শীতলক্ষ্যা
থেকে
পদ্মা থেকে পদ্মের শবযাত্রা ছড়িয়েছে
সারাদেশে
সভ্যতার এতসব নাগরিক যন্ত্রণায় আমি
অস্থির।
সে আসবে বলেই তো তার প্রতীক্ষায় সারা
রাত
সব বাতি নিবিয়ে চাঁদের আলোয়
তাকিয়েছিলাম,
অথচ হাজার কৃত্রিম বাতি জ্বেলে চাঁদের
আলোকে
ম্লান—মূক করে দিয়েছে কে, কেন, কোন স্পর্ধায়!
আমি তার বিনাশ চাই যে রাতের অন্ধকারে