যদি আরও একটু বেসামাল হই
আরো একটু বেশি বেসামাল হলেই ছুঁয়ে দিতাম তোর ঠোঁট।
ছুঁইনি, কারণ অতটা সাহস পাইনি।
তাই বলে কি কিছুই নিইনি?
নিয়েছি তোর কস্তুরি ঘ্রাণ এবং দিয়েছিও--
অন্ধকার রাত্রির বুকে একফালি চাঁদ।
লোকে বলে ওসব নাকি ফাঁদ;
অথচ সেসবের জন্যে আমার বারোমাসি
আর্তনাদ!
আরো একটু বেশি বেসামাল হলেই নিতে
পারতাম বুকে টেনে।
নিইনি, কারণ জীবনটা পার করেছি
নিয়ম—কানুন মেনে।
এখন থেকে নিয়ম ভাঙার নিয়ম মেনেই জোর
খাটাব আমি,
কতটুকু পারি তুই না জানলেওÑ
জানেন অন্তর্যামী।
আরও একটু বেশি বেসামাল হলেই লোকে
ছিঁটাত থুতু।
হইনি, কারণ তোর জন্যেই যত ভয়,
লোকনিন্দা শুধু আমাকেই পোড়াবে না,
তোকে ছেড়েও কথা কওয়ার নয়!
ভাবছি, একদিন জোর করব খুব--টেনে নেব বুকে।
আরেকটা ফাগুন এলে কৃষ্ণচূড়ার রাঙাব তোর ঠোঁট
এমন ভাবনায় এখন মরণদশা আমার,