কত কী যে চেয়েছিলাম!
নাসির আহমেদ কাবুল
আজ সকল কাজ ফেলে তোমার কাছে
যেতে চেয়েছিলাম।
রোদ—ঝড় বৃষ্টিকে তোয়াক্কা না করে
যানজট ঠেলেÑ
তোমার দুয়ারে দাঁড়িয়ে কলিংবেলে আঙুল
ছোঁয়ানোর আগে শতবার তোমার নাম
জপতে—জপতে দুরুদুরু বুকে
আন্দোলিত হতে চেয়েছিলাম!
আমি তোমাকে চেয়েছিলামÑ
শীতার্ত সকালে,
মধ্য দুপুর, পড়ন্ত বিকেল, সন্ধ্যা ও
গভীর সংগীতে;
যখন জোছনার জল চোখের কোণে
ঝরে পড়ে অভিমানের কাজলে।
আমি কাঁদতে চেয়েছিলাম, হাসতে চেয়েছিলামÑ
চেয়েছিলাম থুতনি তুলে ললাটে চুম্বন
করতে—করতে
‘ভালোবাসি—ভালোবাসি’ বলে আকাশ বিদীর্ণ
করতে।
কত কী যে চেয়েছিলামÑকতভাবে চেয়েছিলাম!
সেসব তোমার অজানা নয়।
তবুও তুমি দাওনি কিছুটা সময়,
তবু বলনি একবার যেন তোমার কাছে যাই,
একবার তোমাকে দুহাতে জড়িয়ে ধরে