জীবন তো এমনই হয়!


এখন তোমাকে ডাকতেই বর্ণমালা ভুল করি আমি।

পথ হারিয়ে মাতালের সঙ্গী হই,

তখন কীসব অজ¯্র ভাবনা মগজ জুড়ে কিলবিল করে—

সেসব খুব তুচ্ছ—উচ্ছিষ্ট।

 

তবু সময়ের কাছে তার মূল্য ঢের বেশি—

যখন তুমি আমার ডাকে সাড়া না দিয়েই হেঁটে যাও

ভুল গন্তব্যে।

আমার নির্জনতা অবজ্ঞা করে যে আকাশ অবগুণ্ঠিত প্রতিদিন,

যে নদী রাত্রির নিস্তবদ্ধতা আর কুয়াশা বুকে নিয়ে ঘুমায়,

আমার কাছে যতই তার মূল্য থাক—

তুমি সেসব অনাদরে পায়ে দলে চলে যাও

মাধবী বৃক্ষের কাছে!

তুমি বৃক্ষপ্রেমিক; মাধবী তোমার খুব প্রিয় ফুল—

আর আমি ঝড়ে ভেঙেপড়া কোনো বৃক্ষের আফসোসের স্বরলিপি হয়ে

ইমন কল্যাণ, দরবারী কানাড়া বা বেহাগে ভূলুণ্ঠিত হই

তোমার পথের ধুলায়! —জীবন তো এমনই হয়!

 

এসব ভেবে ভেবে অকারণ অনুযোগ নেই, অভিমান নেই;

যা কিছু আছে তার কানাকড়িও মূল্য নেই তোমার কাছে।

তাই তো নতুন করে বাঁচার স্বপ্ন নিয়ে আরও কিছুদিন

বেঁচে থাকার আকুল আর্তনাদে ইটকাঠের শহরে—

এই বিষণ্ণ মরুভূমে আজও বেঁচে আছি। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url