ভুল গন্তব্য
নাসির আহমেদ কাবুল
আকাশ ভরা তারা ছিল সেই রাতে
সন্ধ্যাতারা পশ্চিম দিগন্তে পড়েছিল
হেলে
নিশাচর পাখি ডানা ঝাপটায় যখন কষ্টে
সে লগ্নে তোমার দুয়ারে গিয়েছিলাম
চুপিচুপি।
শিউলি আর হাসনাহেনার গন্ধে মাতাল সে
রাতে
তোমার পথ চিনে নিতে ভুল হয়নি কোনো
যে পথে আমার নিত্য ছিল আনাগোনা
যে পথ মিশেছে আমার বুকে এসে!
আমার পায়ের শব্দে সচকিত ঝিঁঝিপোকারা
সংগীত থামিয়ে জিজ্ঞেস করেছিলো ‘কে
যায়?’
এ রকম মনে হলে বলেছিলাম— ‘চিনবে কি
আমায়?’
ওরা বলেছিল— ‘এ শব্দ খুব যে চেনা মনে
হয়।’
তুমি তখন গভীর ঘুমে, তোমার প্রশ্বাসের শব্দ
শুনেছিলাম কান পেতে দুয়ারে দাঁড়িয়ে
কিছুটা সময় স্থবির দাঁড়িয়ে
ভেবেছিলাম