বর্ণচোরা
কে একজন হেঁটে চলে গেল অন্ধকারে!
ল্যাম্পপোস্টের নিচে কয়েকজোড়া চোখ
এবং
কয়েকখানা হাতের ইশারায় থমকে
দাঁড়াতেই
একপাল কুকুর তেড়ে এলো খুব!
‘কুকুরগুলো মানুষের চেয়েও ভয়ঙ্কর’
ভাবতে—ভাবতে
লোকটি সরোবরের ঘোলা জলে নেমে পড়ল।
কয়েকটি পদ্ম মুখ ভার করে বলল,
‘তুমিও?’
লোকটি হাত বাড়াল, পদ্ম অকুণ্ঠিত!
একশ আটটি নীলপদ্ম চাই বলে প্রসারিত দুই
হাত ফিরিয়ে দিয়ে পদ্মগুলো সমস্বরে
বলে উঠল,
ফিরে যাও অন্ধকারে; ফুল শুধুই প্রেমিকের—
কামনার আগুনে যে পোড়ে না কখনো!
লোকটি ল্যাম্পপোস্টের নিচে ফিরে গেল।
কুকুরগুলো একবারও ফিরে তাকাল না
লোকটির দুই চোখে তখন কামনার