অসম্ভব


মনে করো কখনো যদি দেখা হয়ে যায়

পথে যেতে যেতে নির্জনে নিরালায়

রেলের কামরায় বাসে স্টিমারে

অথবা মনে করো তোমার

বাড়ির আঙিনায়

তখন কি তুমি

চিনবে আমায়!

 

ঝড়—ঝঞ্ঝা আর মাতাল ঢেউয়ে তছনছ

দুই তীরের সবুজাভ বাগান, সম্ভাবনার

সবগুলো দরজা বন্ধ কঠিন জিঞ্জিরে

আঁকা—বাঁকা পথ কুসুমাস্তীর্ণ নয়।

 

আকাশে এখন শত শত মৃত নক্ষত্র জাগে

ছায়াপথ হারিয়ে গেছে মৃত গহ্বরে অলৌকিক

সংগীতের সবগুলো শুদ্ধস্বর বেসুরো বাজে

সেতারের তারগুলোর কিছু কিছু গেছে ছিঁড়ে।

 

এতোসব কষ্টের বাগানে ফুল ফোটানো

কতোটা দুরূহ আমি তার কিছুটা জানি

তোমার মুগ্ধ বাঁশির তাল লয়

ঠিক রেখে সাহসিকতার

অর্গল খুলে এসে দাঁড়াবে

তা কি হয়!

 

তুমি আর আমাকে চিনতেই পারবে না, কেননা

সে চোখ তোমার আর নেই!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url