কালো পতাকামিছিল
নাসির আহমেদ কাবুল
কতবার তোমাকে ডেকেছিলাম আমি,
তুমি তখন দরোজার ওপাশে ঘুমকাতার চোখে
‘উঁহ’ বলে
কোলবালিশটা জড়িয়ে কোথায় যেন হারিয়ে
গেলে!
আমি ডাকতে—ডাকতে বিবর্ণ বিষাদে অস্থির
হয়েছিলাম,
তবুও তোমার সাড়া পাইনি সেদিন!
তোমার সাড়া না পেয়ে মধ্যাহ্নে একটি
প্রজাপাতি
খুন হলো
একটি গাংচিল ডানা হারাল
একটি দোয়েল শিস দিতে গিয়ে বেসুরো
বাজাল
স্বরলিপি
একটি সকাল ঠাঁয় দাঁড়িয়ে রইলো
চন্দ্রিমা উদ্যানে,
যাযাবর বাতাস ফিরে গেলো মন খারাপ করা
বার্তা নিয়ে
কোন এক অচিন দেশে!
তোমার সাড়া না পেয়ে উচ্ছ্বল কিশোরীর
নীল জামা
কালো রঙে ছেয়ে গেল হঠাৎ করে
কৃষ্ণচূড়া রঙ—ঠেঁাট ফ্যাকাশে হয়ে গেল
কী এক বিদ্রুপে
মগ্নকবির হাত থেকে কলম খসে পড়ে
সুখের জায়নামাজে লিখল বিচ্ছেদের
দিনলিপি!
তোমার সাড়া না পেয়ে গ্যালাক্সি থেকে
হাজার তারা উধাও হলো
কৃষ্ণগহ্বরে
পৃথিবীর সব আলো নিভে গিয়ে প্রেতপুরিতে
নির্বাসিত হলো
ভালোবাসা
আর তরুণ—তরুণীরা বিষাদের কালো পতাকা
মিছিল নিয়ে
এগিয়ে গেল তাজমহলের দিকে!