যদি আর বৃষ্টি না আসে!


বৃষ্টি হতে হতে থেমে গেলো মধ্যরাতে!

ঠিক তখনই কিছু অসংলগ্ন কথা মুখ ফসলে

বেরিয়ে মিশে গেল অনন্ত আকাশেÑ

সেসব তোমাকে বলা হবে না কোনোদিনও কোনোকালে!

 

ওমন বৃষ্টির দিন আর ফিরে না এলে কথাগুলো নিরর্থক হবে, তাই—

বৃষ্টির জন্য প্রতীক্ষা আমার চিরদিনের।

 

আবহাওয়ার খবরে সাগরে লঘুচাপ ছিল,

মৌসুমী বায়ু প্রবল ছিল পূর্বাচলে,

মেঘে মেঘে বিস্তীর্ণ আকাশ তোমার শাড়ির মতো

কতবার আচ্ছন্ন করেছে আমাকে;

তবুও বৃষ্টি আসেনি!

 

মেঘমল্লারে বেজেছে বিসমিল্লাহ্ খাঁর সানাই,

সেতারের তার গুমরে কেঁদেছে শত!

মিয়া তানসেনও বুঝি ব্যর্থ হলেছেনÑ

বৃষ্টির দেখা পাননি তিনি কোনোকালে!

 

আবার হয়তো কোনো রাতে ভিজে যাব আমি,

তোমাকে প্লাবিত করার একটি কবিতার জন্ম দিতে দিতে

আমিও হয়তো একদিন বৃষ্টির মতোই

নিরুদ্দেশ হয়ে যাব।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url