আমি প্রলেতারিয়েতের দলে
সূর্যই প্রকৃতিতে শক্তির উৎস—
দুপুরের রোদ পোড়ায় বন—বনান্ত,
চৌচির হয় মাঠঘাট;
অদ্ভুত তেজে মহারাজের আসনে
সমাসীন তিনি! তিনি সূর্য—, তপন তিনি।
তিনিও যে ¯্রষ্টার খেয়ালÑভুলে যাই সবাই
ক্ষমতার দাপটে!
নপুংসকরা তাকেই প্রণাম করে,
কেনা গোলাম! সেলাম হুজুর বলে
রাতদিন গুজুর গুজুর—ফুসুর ফুসুর!
মহারাজ খুশি থাকলে টুপাইস কামানো সহজ,
আখেরে টাকাই সবÑজয় বাবা টঙ্করাজের!
দুপুরের সূর্য স্বৈরতন্ত্রের
প্রচ্ছায়া,
স্বেচ্ছাচারী, দজ্জাল,
প্রলেতারিতের অভিশাপ
‘দড়ি ধরে দিলে টান, রাজা হয় খান খান!’
আপাতত মহারাজের জন্য
উচ্ছিষ্ট ভাগাড়!
যদি পরাক্রমশালী ভাবো নিজেকে,
তবে এই পিঠে চাবুক মারো,
আরো জোরে মারো,
তবু যদি ক্ষুধিতের জন্য দুমুঠো ভাত
দিতে পারো!
তবু যদি রোদে—বৃষ্টিতে একটু
আশ্রয় দিতে পারো!
মায়ের চোখের সামনে শেষ নিঃশ্বাসের আগে
যদি একফোঁটা ওষুধ দিতে সক্ষম হও
তবেই তুমি পূজিত হবে;
এখন তোমার জন্য শুধু ঘৃণাÑ
ঘৃণাই তোমার প্রাপ্য!
মহারাজ আমরা তোমার ছিলাম, তুমি