১৯৭১


উনিশশ একাত্তর
--

আমার এক মা রক্তগঙ্গায় ভেসে—ভেসে

শুচি—শুভ্র হলেন; আরেক মা

চোখের জলের নদী হলেন,

কারও তা না জানার কথা নয়।

 

উনিশশ একাত্তর--

ধষির্তা মায়ের আঁচল হলো পতাকা

চোখের জলের নদী থেকেই

উদগীরণ হলো লাভা; লাখ—লাখ

ভিসুবিয়াস সৃষ্টি হলো এই বাংলায়!

 

উনিশশ একাত্তর--

মাকে মা বলে ডাকার আনন্দে বিদ্রোহী

সন্তান সাগর সাগর রক্ত ঢেলে

প্রতিশোধের আগুনে পোড়াল হায়েনা,

পিশাচ, মীরজাফরের উত্তরপুরুষ!

 

উনিশশ একাত্তর--

ষোলোই ডিসেম্বর এক মা হেসে—হেসে

গাইলেন জীবনজয়ী গান; আরেক মা

সবকটা জানালা খুলে পথ চেয়ে রইলেন

তার সন্তান ফেরার আশায়!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url