কেউ ডেকো না আমায়


আমি তো চাইনি কেউ আমার জন্য প্রতীক্ষার দীপ জ্বালিয়ে রাখুক
,

আমি তো চাইনি কেউ আমাকে ভালোবাসুক সবটুক দিয়ে।

আমিও চাই না ভালোবাসার আগুনে নিজেকে আর পোড়াতে,

সুতরাং সম্পর্কটা খুব স্পষ্ট হওয়া দরকারÑ

আমি এখন আর কারও নই, কেউ নেই আমার!

 

কাফেলা থেকে দলছুট আমি—একা, নদীর মতো নিঃসঙ্গ

দিশাহীন পথিক থমকে দাঁড়াই এখন এখানে—ওখানে;

ভালোবাসার সব পাট চুকিয়ে এখন আমি

যাযাবর মেঘ হয়ে উড়ে যেতে চাই

এখানে খুব বেশি বেমানান বলে!

 

এখন আমার ছুটি—জীবন ছুটি দিয়েছে জীবন থেকে,

এখন আমার ছুটি—সমাজ—সংসার ছুটি দিয়েছে

প্রয়োজন নেই বলে,

সুতরাং সব দায়দায়িত্ব থেকেÑকর্তব্য থেকে

আমি আমাতে নেই এখন আর!

 

আমাকে কেউ ডেকো না আর আগের মতো!

প্রতীক্ষায় আগুনে পোড়া সহজ নয়Ñওসব সয় না আমার

ভালোবাসার চকমকি পাথর ঘষে ঘষে আগুন জ্বেলেছি কত,

কত পুড়েছি আমি-

সেসব আজ মূল্যহীন বলে নিভৃতেই বিদায় নিলাম...

আমাকে ডেকো না আর তেমন করে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url