কবিরা মানুষ নয়

নাসির আহমেদ কাবুল

 

তোমরা কেউ—কেউ যখন বিদায় নিয়ে চলে যাও

ছলছল চোখ, উদ্বেলিত মন—

থর—থর ঠেঁাটে তখন কী আকুতি!

বুকের পাহাড় থেকে ধসে পড়ে সবুজাভ উদ্ভিদ

বিষাদের অন্ধকারে বিদায়ের সুর অসহ্য যন্ত্রণায় যখন

কণ্ঠ রুদ্ধ করে—

আমি তখনও গুডবাই বলি না।

 

তখন চোখে আমার দারুণ তৃষ্ণা সাগরের,

তোমরা চলে গেলে সে সমুদ্র শুকিয়ে পাথর হয়—

দাবানলে পুড়ে ছাইভস্ম হয় অস্তিত্বের বাগান,

মরা পোড়ানোর তীব্র দুর্গন্ধে বাতাস বন্দি হয়,

লোকালয় ছেড়ে সব পাখি উদ্বাস্তু হয়,

দিগ্্ভ্রান্ত—

তোমাদের দেখে আমি তখনও গুডবাই বলি না।

 

দুই হাত তুলে ঈশ্বরের দরবারে বিনীত স্তবগান গাই,

আমার সকল গান, কবিতার অন্ত্যমিল,

রূপক-উৎপ্রেক্ষা ক্ষোভে—দুঃখে আত্মাহুতি দেয়;

নক্ষত্রের রাতে সব তারা নিভে যায়—

কলঙ্কিত চাঁদ ঢেকে যায় মেঘে—

তখনও আমি গুডবাই বলি না।

 

পরাবাস্তবতার স্বপ্নে বিভোর আমার রাত কাটে

বছর কেটে যায়,

তোমরা যখন চলে যাও, তখন আমি আর মানুষ থাকি না;

গুডবাই তো মানুষের জন্যে,

আমি কবে মানুষ ছিলাম তোমাদের কাছে?

কবিরা মানুষ নয়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url