আজ আমার মন ভালো নেই
আজ আমার মন ভালো নেই
আজ বুকের মধ্যে কেবলই শঙ্খধ্বনি, কেবলই গুঞ্জন,
কেবলই চিৎকার-চেঁচামেচি;
আজ আর একপ্রস্থ রবীন্দ্রনাথ নেই, জয়নুলও নেই
আমার মধ্যে, আজ আমি নিঃসঙ্গ,
আমি আজ খুব একাকী...
বিদ্রোহী নজরুল আজ মূক, বধির, অন্ধ
আজ ঝিঙে ফুলের মাচায় বুলবুলির আর্তনাদ—
শরতের আকাশের শুধুই কালোমেঘ—
আজ বনলতা সেন উ™£ান্ত, জীবনানন্দ দাশ
সহজ গদ্য রচনায় মত্ত!
আজ গোরস্থানে শবযাত্রার মহামিছিল
হায়েনার উৎসব আজ সর্বত্র!
আজ রমনা পার্কের বিশাল এলাকা বৃক্ষহীন,
সোহরাওয়ার্দী উদ্যানে ঝরা পাতার বিলাপে
মগ্ন কবি গাঁজার ধোঁয়ায় আচ্ছন্ন;
ছাইভস্মে পথ হারিয়ে উলঙ্গ বৃক্ষের মতো তিনি
মহামানব!
আজ কবিতার নির্বাসন মানবতার অকাল বোধনে,
আজ কবির নির্জলা উপবাস...
আজ আমার মন ভালো নেই—
আজ পূর্ণ চাঁদের গ্রহণ, আজ বারবেলা, কালবেলা—
আজ আমি তুমিহীন উত্তপ্ত মরুভূমে
একাকী গাছপাথর।
বাসস, ঢাকা
১৮ সেপ্টেম্বর, ২০১৭
কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা
১৮ সেপ্টেম্বর, ২০১৭
কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা