তোমার কাছেই যাব

 

তোমার কা‌ছেই যাব আ‌মি।

ঠিকানা নেই-দাও‌নি কোনো‌দিন, তবু যাব,
তোমার কাছেই যাব।

উড়ালপঙ্খী মন আমার, বাতাসে ভেসে ভেসে যাব,
তোমার খিল আঁটা ঘরের দরজায় দাঁ‌ড়িয়ে
একপলক দেখেই ফিরে আসব--কথা‌ দিলাম।
কোনো বারণ শুনব না, যাবই যাব।

প্রজাপ‌তি উড়বে ফুলে-ফুলে আ‌ঙিনায় তোমার
লজ্জাবতীর কোমল দেহ নুয়ে পড়

বে আরক্ত লজ্জায়

দুই চোখে কুমুদ জোছনা মাখা, কপো‌লে কালো তি‌ল...,
চুলের গহীন অন্ধকারে পথ হারা‌ব;
ভেনাস তু‌মি, কি‌লিও‌পেট্টা-হৃৎপ‌দ্মে মধুকর...
তোমাকে দেখব বলে বেঁচে আ‌ছি হাজার বছর!

সময়ের সঙ্গে দিয়ে‌ছি আ‌ড়ি,
কোনো‌ কিছুই হারাতে দেবো না তাড়াতা‌ড়ি...
হাজার বছরকে রাখব দাঁড়িয়ে চৌকাঠে।
যুগযুগান্তর তৃষাতুর দুই চোখে বলব, ভালোবা‌সি... ভালোবা‌সি...
বাতাসে ছ‌ড়িয়ে দেবো বি‌টোফে‌নের সুর।
বিস‌মিল্লা খাঁর সানাই কেঁদে-কেঁদে দরজায় যখন
মূ‌র্ছিত হবে, আছড়ে পড়বে রাগে-অনুরাগে-সোহাগে
দীপক রাগে তু‌মি জ্বলে উঠলে ভস্ম হব, তবুও যাব,
তোমার কাছেই যাব আ‌মি।

১০ই জুলাই/২০২৩







Next Post Previous Post
No Comment
Add Comment
comment url