তুমিই আমার একান্তজন
তোমাকে খুঁজে পাই বার-বার তারই মধ্যে।
তার চোখে, তার ঠোঁটে-হাসিতে অবিকল সেঁটে আছো
তুমি এক মহিয়সী নারী, আমার সবটুকু ভালোবাসায়...
তোমার চুলের প্রগাঢ় অন্ধকার আরও গভীর হয় যে কোনো
নারীর চুলে; তোমার হাসির রহস্য পাই সব রমণীর মধ্যে
তোমার শীৎকারের শব্দও যেন একই যে কোন নারীর কণ্ঠে!
সব নারীই একই নিয়মের যোগফল, পার্থক্য নেই কিছুই!
তবে তোমার ভালোবাসার জাদুর স্পর্শে জেগে উঠি যখন
যখন তোমার শাসনে ঝড়ের কবলে পাখির মতো কুণ্ঠিত হই,
তখন তোমাকেই আমার অনন্য মনে হয়, অন্য নারী থেকে
এক আশ্চর্য নারী তুমিই আমার, একান্তজনÑআরেক প্রাণ।
১৩ ফেব্রুয়ারি, ২০১৭
বাসস, ঢাকা
কাব্যগ্রন্থ: ভালো থেকো নন্দিতা
বাসস, ঢাকা
কাব্যগ্রন্থ: ভালো থেকো নন্দিতা