তখনও তোমার ঘুম ভাঙেনি


রাত্রি শেষে পাখির কণ্ঠে বিলাপ, আর—
ঝরা শেফালির আর্তনাদ শুনি,
দুয়ারে তোমার দাঁড়িয়ে বুভুক্ষু পথিক
তখনও তোমার ঘুম ভাঙেনি!
তখনও তোমার দুই চোখে গত রাতের সুখ-স্বপ্ন দোলে
তুমি হেসে ওঠো আপন খেয়ালে,
আমি তখনও তোমার প্রতীক্ষায়
ভৈরবীতে আলাপ শুনি,
হে মায়াবিনী, তখনও তোমার ঘুম ভাঙেনি!
দাঁড়ায়ে রয়েছি ভিখারি তোমার দুয়ারে
জনম জনম ধরে,
আজ এতদিন পর তুমি তারে কোন অছিলায়
ফেরাবে কেমন করে?
কেমন করে কণ্ঠ থেকে কেড়ে নেবে গান,
কেমন করে মুছে দেবে শত প্রেম শত অভিমান,
তোমার কাছে বার বার আজও হার মানি—
ওগো মায়াবিনী।
অর্ধেক জীবন যার কেটে গেছে অবহেলায়-অনাদরে
আজ এতদিন পরে
কী করে ঠেলে দেবে তারে দূরে বহু দূরে?
কেমন করে বাকি জীবন ভুলে রবে সেই প্রিয়মুখ
এতদিনেও ভুলতে পারোনি যারে!
শতবার বলা হয়েছে যেসব পুরনো কথা
আজ বাতাসে সেসবের ক্রন্দন শুনি
ওগো মনহারিনীÑ
আজও তোমার ঘুম টুটেনি! 

নাসির আহমেদ কাবুল
মোহাম্মদপুর, ঢাকা
২৭ মার্চ, ২০১৭

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url