ডেকো না কখনও আর
আমি তো চাইনি কেউ আমার জন্য প্রতীক্ষার দীপ জ্বালিয়ে
বসে রাখুক,
আমি তো চাইনি কেউ আমাকে ভালোবাসুক,
আমিও চাই না নিজেকে আর ভালোবাসার আগুনে পোড়াতে,
সুতরাং সম্পর্কটা খুব স্পষ্ট—
আমি এখন আর কারও নই,
আমারও কেউ নেই এই জগত-সংসারে!
পাখির কাফেলা থেকে দলছুট আমি-একা,
নদীর মত নিঃসঙ্গ
দিশাহীন পথিক থমকে দাঁড়াই এখন
এখানে-ওখানে;
ভালোবাসার সব পাট চুকিয়ে আমি এখন
যাযাবর মেঘ হয়ে উড়ে যেতে চাই
তোমাদের রাজ্য ছেড়ে।
এখন আমার ছুটি।
জীবন ছুটি দিয়েছে জীবন থেকে,
এখন আমার ছুটি—
সমাজ-সংসার ছুটি দিয়েছে অপ্রয়োজন বলে,
সুতরাং সব দায়-দায়িত্ব থেকে—কর্তব্য থেকে
আমি আমাতে নেই এখন আর!
আমাকে কেউ ডেকো না আর
তেমন করে!
প্রতীক্ষায় আগুনে পোড়া সহজ নয়,
ওসব সয় না আমার,
ভালোবাসার চকমকি পাথর ঘষে-ঘষে
আগুন জ্বেলেছি কত,
কত পুড়েছি আমি দিনে দিনে;
সেসব আজ মূল্যহীন বলে নিভৃতে বিদায় নিলাম—
কেউ আর কোনোদিন ডেকো না
আমাকে তেমন করে।
পুরানা পল্টন, ঢাকা/১৯ মার্চ, ২০১৯
কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা