আমি ও আমার কবিতা
আগুন কখনো বরফ হয় না, পানিও হয় না বাতাস
গাছগুলো পাথর হবে না কোনোদিনও
মানুষগুলোও থেকে যাবে—যা আছে অবিকল
শুধু আমিই বদলে গেলাম, এই একটি অভিযোগ
খ-ানো গেল না কোনোভাবে!
তোমরা যতটুকু জানো
তারও অধিক কিছু বাকি থাকে বুঝে নেয়ার,
যতটুকু শোনো তারও অধিক কিছু
লেখা থাকে কবিতার খাতায়, তবে—
কবিতাগুলো দুর্বোধ্য, কবিতাগুলো এখন
এক দলা কাগজের জঞ্জাল!
১৫ মে, ২০১৮
পুরানা পল্টন, ঢাকা