তোমাকে খুঁজে ফিরি
নাসির আহমেদ কাবুল
আজ কতদিন জানালায় জোছনার উচ্ছ্বাস নেই, বসন্ত বাতাসে
কেবলই মর্মান্তুদ বিলাপ শুনি, সেতারের তার বেসুরে কাঁদে,
মেঘের পাহাড় জমে বুকের গহিনে; দীর্ঘশ্বাসে কেঁপে-কেঁপে ওঠে
শুকনো পাতা—এমন নির্জীব জীবন আমার যখন, তোমাকে
পাই না খুঁজে, কোথাও পড়ে না তোমার ছায়া! অথচ
তুমি ছিলে একদিন রাতের আকাশে তারার মিছিল
অন্ধকারে সকালের রোদ্দুর;
সেসব এখন স্মৃতি—শুধুই কষ্টের পাহাড়!
ঘুমের মধ্যে স্বপ্নের করিডোরে তোমার পায়ের শব্দ শুনে
জেগে উঠি ব্যাকুল তৃষ্ণা—নিক্কণ শুনি চেতনার ক্যাসেটে,
ছায়াচিত্র দেখি তোমার, দাঁড়াও প্রতিদিন, বাড়াও দুই হাত
আমি ছুটে যাই—ছুটে যাই ছুঁেয় দেয়ার তীব্র বাসনায়, অলক্ষ্যে
মায়া-মরীচিকা করে বিদ্রুপ!
গুটিয়ে যাই নিজের ভেতর লজ্জায়!
আজ কতদিন তোমাকে দেখি না আমি, কতদিন কফির পেয়ালা হাতে
নিষেধের তর্জনি দেখে করুণ মিনতিতে বলি না—
‘প্লিজ, এইটুকু শেষ, আজ আর হবে না আরো এক কাপ!’
আমার কথা শুনে মৃদু হাসিতে তোমার অলক্ষ্যে চলে যাওয়া
দেখি না আমি—কতদিন তোমার আঁচলে হাত মুছে দিয়ে
ক্ষেপাতে পারি না তোমাকে!
কতদিন, কতটা বছর শেষে আজ এইসব স্মৃতিতে ভারাক্রান্ত
তোমাকে খুঁজে ফিরি এখানে-ওখানে—
বুক ভেদ করে হাহাকার ওঠে—কোথায়, কোথায়Ñ
কোথায় তুমি—কোথায়, কোনখানে?
বাসস, পুরানা পল্টন, ঢাকা
২২ মার্চ, ২০১৯
কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা