কথা দিলাম


একটি ফুল দেবে? একটি গোলাপ

রক্তলাল টকটকে—

ভোরের শিশিরে চুমোর দাগ গোলাপের শরীরে,

দেবে? 

আমি তোমায় বিশ্বাস দেবো

হাত ধরে থাকার প্রতিশ্রুতি দেবো

পাশাপাশি হাঁটার অঙ্গীকার দেবো

দেবে, লাল টকটকে একটি গোলাপ?


না হয় নাই-বা দিলে—

গোলাপের চেয়ে আরও ভালো, যদি

ঠোঁট দুটি দাও, যদি—

করতলের জোছনা এনে দুই চোখে

আবির ছড়িয়ে দাও;

আমি জোছনায় সমুদ্র তীরে

তোমার নিয়ে হেঁটে বেড়াবো

কথা দিলাম।


ঘনকালো চুলগুলোও দিও আমায়

টোলপড়া গাল দুটিও আমার চাই

উরুদেশে তিল আছে একটি—

ওটার জন্য খুব লোভ আমার

দেবে? যদি দাও—

আমি তোমারই হব, কথা দিলাম! 


তোমার বুকের উদ্যানে

আমি মাথা রেখে ঘুমাতে চাই

দেবে নাকি বুকের এক চিলতে জমিন,

পেলব মসৃণ দুটি বাহু দেবে?

দ্বিধা থরো থরো আলিঙ্গন চাই,

তবেই আমি কামনার আগুনে 

পোড়াব তোমায়, কথা দিলাম।


ঢাকা/২০ মার্চ, ২০১৯

কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url