এই বসন্ত শুধুই তোমার


শেষ হয়নি এখনও বসন্তের মাতাল বাতাস। পড়ন্ত বিকেলে

দূর দিগন্ত থেকে ছুটে আসা পথহারা বিরহী পাখির ঝাঁক

আমারই মতো গন্তব্যহীন উড়ে-উড়ে যায়; যেতে-যেতে

থমকে দাঁড়ায়, অতঃপর দীর্ঘশ্বাস বুকে নিয়ে শূন্যে মিলায়!


এই বসন্তেই আদিম শূন্যতা অক্টোপাসের মতো ঘিরে ধরে,

সবটুকু রক্ত নিঃশেষে ফেলে রেখে যায় সমুদ্র তটে একাকী।

বেলাভূমিতে শামুকের মতো হেঁটে-হেঁটে ক্লান্ত-বিবশ আজ

ঠিকানাহীন এক যাযাবর আমি প্রাণপণে তোমাকে ডাকি।


চুলে তোমার বসন্ত বাতাসের উৎসব; জরিন শাড়ির আঁচল

কী উচ্ছ্বাসে-আবেগে-আনন্দে মাতে; মহুয়ায় মাতাল আনন্দ

তোমার দুই চোখে ঝরে পরে বার-বার, মুগ্ধ ডানায় ভর করে

তুমি শূন্যে পাখা মেলো, এবার এই বসন্ত শুধুই তোমার।


ফুল তোমার জন্যই ফোটে, তোমার ঠোঁটের রঙে রক্তিম হয়

শিমুল, পলাশ, মান্দার আর নাম না-জানা বুনো ফুলেরা যতো;

উচ্ছ্বল আনন্দে মোহন মায়াবী বাতাসে পথের ধূলো কতো

খুব সৌভাগ্যবান বলেই ওরা সবাই তোমার আঁচলে জড়ায়।


উপরে নীল আকাশ, দিগন্তে পাহাড় মেঘের স্পর্শ খোঁজে,

আমি খুঁজি তোমাকে; পথহারা সফেদ ক্লান্ত বকপাখি

একলা উড়ে যায়—তুমি শুধু ঝর্ণার জল হয়ে ছুটে চলো,

আর আমি একাকী নিঃস্ব এই বসন্তে ভাঙনের আর্তনাদ শুনি।


৮ মার্চ, ২০১২ 
ঢাকা
কাব্যগ্রন্থ : এই বসন্তে তুমি ভালো থেকো





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url