দুষ্টু তুই


দুষ্টু তুই ভীষণ অবুঝ

সময় নেই যে মোটে

কেমন করে হবে দেখা

পদ্মানদীর ঘাটে ॥


কেমন করে বাজাই বাঁশি

কেমন করে গাই

সারাবেলা আটকে রাখে

বিনোদনী রাই ॥


লোকলজ্জা আর লোকচক্ষু

কত রকম বাধা

কেমন করে বুঝাই তোরে

(ওরে) বিনোদিনী রাধা ॥


একটি কথা কানে-কানে

বলছি তোরে শোন

হৃদয় মাঝে সদাই তুই যে

তুলিস অনুরণন ॥


বাসস, পুরানা পল্টন
২১ মার্চ, ২০১৯

কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url