ব্যতিক্রম


আমার মধ্যেই ঘুমিয়ে পড়ি আমি

দুই কান উৎকীর্ণ করে রাখি, কেউ ডাকলো কি না

দিন যায়, মাস, বছর

চেনাকণ্ঠ অচেনাই রয়ে যায়।


কত কিছু বদলায়!

শামুক খোলস থেকে বেরিয়ে হাঁটে

শ্বাপদ অরণ্য উজাড় হয়,

তুমি শুধু তেমনই রয়ে গেলে

অচেনা অজানা অন্ধকার!


১৭ অক্টোবর/২০১৫
কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url