আজ কবির মন খারাপের দিন


আজকের দিনটা বেশ বড়ো, বিষণ্ণ, তামাটে এবং ক্লান্তিকর।

চৈত্রের দুপুরে হাঁসফাঁস করা বিরক্তিকর অপেক্ষা,

ধোঁয়াশা দৃষ্টির চিরায়ত অনুভূতির এক প্রার্থিত স্বপ্ন,

মেঘের আড়ালে সূর্যের লুকোচুরি খেলা নিজের সঙ্গে

দিনটা তুমি ছাড়া শুধু একটি দিন নয়, একটি মাস, বছর,

যুগ-যুগান্তর এবং শতাব্দীর বিষণœতা!


পাখির পালক থেকে সবটুকু রং খসেপড়া দিন আজ

গাছের পাতা হলুদ বিবর্ণ হওয়ার দিন আজ

জলাশয়ে জলহীন পদ্মপাতার সকাতর আকুলতার দিন আজ

আজ কবির মন খারাপের দিন-মৃত্যুপ্রহর গোনার 

নিরাসক্ত দিন আজ!


তুমি আসোনি বলে আজ কবিতার পাতা শূন্য

একটি শব্দও নেই কোথাও, লাখ লাখ মাছির মৃতদেহের

স্তূপ আজ কবিতার খাতা জুড়ে।

ছেঁড়া তারে একতারা হাতে বিবাগী বাউল মনমরা

বসে থাকেন কবির মুখপানে চেয়ে,

আজ কবি একটি শব্দও আর বলবেন না তুমি ছাড়া এই দিনে;

কবি আজ বাকরুদ্ধ! 


কবির বক্ষ আজ উদ্বেলিত সমুদ্রের ঢেউয়ের মতো, তৃষ্ণার্ত

চোখে মরুভূমির স্বপ্ন তার, ঠোঁট দুটি কেঁপে কেঁপে উঠছে বার বার

দুই হাত সকাতর ভায়োলিনের মতো ডাকছে তোমায়Ñ ফিরে এসো

ফিরে এসো ঝড়ের বাতাসের মতো; বৃষ্টির অবিশ্রান্ত নিক্কণে,

ফিরে এসো- ফিরে এসো তুমিহীন কবির শূন্য বুভুক্ষু প্রাণে।


মোহাম্মদপুর, ঢাকা
২৪ মার্চ, ২০১৯
কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url