উল্টো রথ
সবটুকু জানা হলে অচেনা লাগে চেনা পথ
কুয়াশা কুয়াশা ভালোবাসা ঢের ভালো
তোমাকে পাওয়ার দীপ্ত শপথ।
হেঁটে হেঁটে উদ্ভ্রান্ত আমি, ক্লান্তিটুকু আমারই থাক
রিক্ত নিঃস্ব হতে হতে উজাড় করে দেবো
মায়াবী জোনাক।
তোমার দুয়ারে পৌঁছতে একটি জনম জিম্মি হলে হোক,
জানা-অজানার মাঝে এইটুকু পরিচয় আমার
আজও আমি তোমাদের লোক।
রাতের অন্ধকার গাঢ় হোক- দুর্ভেদ্য, আরও কালো
শত্রু-মিত্র, আত্মীয়-অনাত্মীয় একাকার হয়ে যাক
সেই তো জীবন, সে যে আরও ভালো।
সবটুকু জানা হলে অচেনা লাগে চেনা পথ
কুয়াশা কুয়াশা ভালোবাসা ঢের ভালো
সেই ভালো টেনে যাই আজও উল্টো রথ।
ঢাকা, ১৫ নভেম্বর/২০১৮
কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা
কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা