সিদ্ধ পুুরুষ
আমি নাকি লোকাচার মানি না, সভ্য সমাজে আমি নিষিদ্ধ পুরুষ!
আমি আদিম, সেকেলে—অচ্ছ্যুৎ, অস্পৃশ্য আমি।
আমাকে টেনে কাঠগড়ায় দাঁড় করান সমাজপতিরা।
বাদীর কৌসুঁলি তেড়ে আসেনÑহাতে কোরআন,
বেদ, বাইবেল।
বলেন—‘ছুঁয়ে বলো, মিথ্যে বলছ না কিছু!’
আমি ভাবি অস্পৃশ্য দুই হাতে কেমন করে
ঈশ্বরের বাণী স্পর্শ করি!
এই দুই হাত ছুঁয়েছে নিষিদ্ধ গন্ধম,
দুই চোখ দেখেছে অনৈতিক সঙ্গম।
ধর্মাবতার ক্রুদ্ধ চোখে তাকান, সে চোখেও দেখি কামনার আগুন
আদালতে সেসব দেখে না কেউ, তীক্ষè-তীর্ষক দৃষ্টি তার
ভিড়ের মধ্যেও খুঁজে ফেরে বেহুলার পিনোত্থিত স্তন!
ধর্মাবতারের সঙ্গে আমার পার্থক্য অনেক—
সবার চোখে তিনি মহান, ন্যয়দ- হাতে সিদ্ধ পুুরুষ!
আমি আদিম, সেকেলেÑঅচ্ছু্যুৎ; অস্পৃশ্য না-মানুষ!
৩০ সেপ্টেম্বর, ২০১৬
মোহাম্মদপুর, ঢাকা
কাব্যগ্রন্থ : এই বসন্তে তুমি ভালো থেকো
মোহাম্মদপুর, ঢাকা
কাব্যগ্রন্থ : এই বসন্তে তুমি ভালো থেকো