নন্দিতা গো
সময়টা যে সোনার চেয়েও দামি!
তোমার এখন আগুন লাগা বেশ
পিঠ ছড়ানো দীঘল কালো কেশ।
ঠোঁট দুটি তোর কৃষ্ণচূড়া লাল
মন ছুঁয়েছে আপেল রাঙা গাল।
চোখ দুটিতে হরিণ-হরিণ মায়া
ওই চোখেতে কার পড়েছে ছায়া?
চোখের কাজল বৃষ্টি ধোয়া দুখ
কার জন্য ভাঙে তোমার বুক?
হাতে তোমার রেশমি চুড়ি লাল
পথ চেয়ে তুই থাকবি কতকাল?
পায়ের নুপূর বাজে রিনিঝিনি
তোরে আমি জনম জনম চিনি।
আমায় তুমি চিনতে পারো নাকি
তোমায় আমি সকাল-সন্ধ্যা ডাকি।
তোমায় দেখে বুঝতে পারি আমি
তোমায় কেন সকাল-সন্ধ্যা নমি!
পুরানা পল্টন, ঢাকা
১৯ জুন, ২০১৯
কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা
১৯ জুন, ২০১৯
কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা