যদি ভালো না বাসো
ভালো না বাসো ঘৃণা করো না প্রিয়তমা,
এই দেখো দুচোখে রোদ্দুর
খুব যত্নে রৌদ্র করোটিতে এঁকেছি
তোমার উষ্ণ ঠোঁট, মোহন গ্রীবা
শীতের শিশির ফোঁটার মত জ্বলজ্বলে
দুই চোখ তোমার!
দেবী আমি আনত-নতজানু তোমার সানুদেশে
ভালো না বাসলেও আঁচলের এক প্রান্ত ছুঁয়ে
দাও আমার বক্ষমূল—
আমি জেগে উঠি আবার, আরও একবার!
আঙিনায় উৎকণ্ঠিত দুর্বাঘাস মাড়িয়ে
তুমি চলে যাবে নিষ্ঠুর কাপালিক?
যেতে চাও যাও তবে যে কোনো উদ্দেশ্যে,
যেতে যেতে অন্তত একবার থমকে দাঁড়াও
পিছন ফিরে তাকাও, দেখো—
আয়নার কার ছায়া পড়ে প্রতিক্ষণ
সে কি তুমি নও?
ভালো না বাসো ঘৃণা করো না প্রিয়তমা,
ঘৃণার বিষে আকণ্ঠ নিমজ্জিত আমি!
পুরানা পল্টন, ঢাকা
২৬ ডিসেম্বর, ২০১৯
২৬ ডিসেম্বর, ২০১৯
কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা