সমর্পণ


মাঝে মধ্যে কী যে হয় আমার! নিজেকে চিনতেই ভুল হয় যখন

তোমাকে দেখি দরজায় কিংবা জানালায় দাঁড়িয়ে আছ।

বৃষ্টির জলে ভিজে যাচ্ছে চুল, বিলাসী আকাক্সক্ষার চোখে অদ্ভুত

পায়রা ওড়াও তখন তুমি। কী দেখো অমন করে! 

কেন এই বেহিসাবি তাচ্ছিল্য তোমার?


এখন অসময় খুব, কেউ কারও জন্যে নয়;

অহংকারের জীর্ণ দেয়ালে পলেস্তারার আর্তনাদ শুনি যখন

তুমি তখনও উল্লাসে হাততালি দাও আগের মতোই;

কেন ভুলে যাও এখন পাতা ঝরার দিন!


অসময়ের নৈবেদ্যে কারো কোন আগ্রহ থাকে না, থাকার নয়;

পূজোর থালায় অসংখ্য মৃত জোনাক মুখথুবড়ে পড়ে আছে

ইচ্ছের জমিন এখন অনাবাদী, প্রচ- দাবদাহে পুড়ে যায়

ফসলী ক্ষেত...


এমন অসময়ে তুমি দেবী, না মানবী, অমন করেই

দাঁড়িয়ে থাকো; বাতাসে বাজুক পাতার নূপুর, আর আমিও

বেহিসাবি মানুষ ঘরসংসার সব শিকেয় তুলে

শুধু তোমাকেই দেখতে থাকি।


কী যে হয় আমার মাঝে মধ্যে, নিজেকেই নিজে চিনতে পারি না!


২৯ মে, ২০১৫
বাসস, ঢাকা
কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url