আমার কিছুতেই অধিকার নেই
অধিকারের সীমারেখা না বুঝেই কেটে গেল এই এক জীবন!
তাই আরেক জীবনের প্রত্যাশা নেই আমার।
বৃষ্টির কাছে দুই হাত বাড়াই এক ফোঁটা জলের তৃষ্ণায়
একটু উষ্ণতার আশায় যখন সূর্যের কাছে যাই,
কে যেন চিৎকার করে বলে ওঠে—
নাই, নাই, নাই—কোনো কিছুতেই অধিকার নাই আমার!
ঘনকালো চুল ছুঁয়ে দিতে চাই, পেলব শরীরে স্পর্শের আশায়
হাত বাড়াই, পায়ে-পায়ে এগিয়ে যাই নীলপদ্ম সরোবরে;
রুদ্ধ পথ থেকে ফিরে আসি আবার নিজের ডেরায়,
কোটি কণ্ঠে চিৎকার শুনি—
নাই, নাই, নাই— সেসবেও কোনো অধিকার নাই আমার!
নন্দিতা, কতদিন পর তোর সঙ্গে দেখা আমার!
কতদিন পাই না তোরে ইনবক্সে, ইমেইলে-ইস্তহারে,
আচ্ছা কেমন আছিস তুই এই বিশ্ব সংসারে?
আমার কণ্ঠ থেকে নির্গত শব্দমালা ফিরে ফিরে এসে
প্রতিধ্বনি তোলে—
নাই, নাই, নাই-- সেসবেও কোনও অধিকার নেই আমার!
বাসস, পুরানা পল্টন, ঢাকা
১৯ মার্চ, ২০১৯
কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা