ঠিকানার সন্ধানে
বিশ্বাস করে ঠকেছিলাম, ভালোবেসেও ঠকেছি।দুই চোখ দুই কান খোলা রেখে কী লাভ?
আমি বলি ঈশ্বর তুমি আমায় অন্ধ করে দাও
বধির ও মূক করে দাও।
আমার মাথার মধ্যে স্তুতিবাক্যগুলো শেল হানে,
মসলিন দেহ থেকে ঘাম নয়, তেল ঝরে পড়ে!
শ্রমিকের ঘাম শুকায় না এ দেশে,
কিষাণীর বউ এফোঁটা তেলের জন্য
হাপিত্তেশ করে!
বুক পকেটে বাজার সদাইয়ের লিস্ট ঘামে ভেজে,
ক্লান্ত দুই পা জাহান্নামের পথে হেঁটে চলে,
দিনভিখেরি হাত বাড়িয়ে বলে-দুই পয়সা দাও,
দোয়া খায়েরে বেহেস্ত নসিব হবে।
আমি ক্রাচে ভর করে হাঁটি,
সম্মুখে জাহান্নাম, না কি জান্নাতুল ফেরদাউস?
কেউ তা জানে না! দেখা যাক শেষটায় কী হয়...
কী জানি আরো একবার স্বাধীনতার জন্য
কত প্রাণ উজার দিতে হবে!
বাংলাদেশ স্পেসালাইডহসপিটাল
আগস্ট/২০২৪