অসভ্যতা


তোমার জন্য-তোমারই জন্য

গাইতাম একদিন গান

সঙ্গম শেষে মধ্যরাতেও

আকুলিত তখন প্রাণ।


তোমার জন্য-তোমারই জন্য

ঘাড় অবধি দীর্ঘ চুল

তখনও হয়নি মনে জীবন মানে

পাতায় পাতায় ভুল। 


তোমার জন্য-তোমারই জন্য

এখনো বসে ভাবি একা

গোধূলি বেলায় আর কোনদিন

হয় যদি ফের দেখা!


আলতো পরশে শিহরণ জাগাব

ঘাড়ে পিঠে নাভিমূলে 

কর্ণ লতিকায় পরাব তোমার

ঝুমকা জবার ফুলে।


বাসস, ১৭ জুন/২০১৮
কাব্যগ্রন্থ : ভালো থেকো  নন্দিতা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url