তোমার চোখ দুটি আমাকে দাও


তুমি কি তোমার চোখ দুটি আমাকে দেবে?

একদিনের জন্য, বিনিময়ে আমার সবটুকু পাবে তুমি।

এই হাত, নিষ্ফলা করোটি, হৃৎপিণ্ড;

আমার ক্ষুধা, তৃষ্ণা, ইচ্ছে-অনিচ্ছে, সব

সবটুকু তোমার হবে।

এমন অদল-বদলে আমরা যখন পাল্টে যাব

একখ- তৃণভূমি জেগে উঠবে পদ্মার চরে,

ঈশ্বরের সেই পবিত্র ভূমিতে আমরা আবার ঘাস হব।


আমরা প্রত্যেকে এক-একজন অসম্পূর্ণ মানুষ, অপূর্ণ।

আমরা নিজ-নিজ বৃত্তের মধ্যে ঘুরপাক খাই,

আমরা যোজন-যোজন দূরে সরে যাই প্রতিদিন

পথ হারাই, পথ খুঁজে পাই—ভুল পথ!


ভুল ঠিকানায় সত্যকে খুঁজে পায় না কেউ।


প্রতিদিন প্রতিমূহূর্ত নিজেকে স্পর্শ করি যখন

দেখি স্তূপ-স্তুপ উচ্ছিষ্ট শরীর জুড়ে!

সেসব দামি কাপড়ে ঢেকে রাখি, ট্যালকম পাউডারে—

সুগন্ধী আতরে, আর বুক টান করে পত্রিকার হেডলাইন হই!


কী মুঢ়তা আমাদের, কী মিথ্যে আস্ফালন অহেতুক!


২০ মে, ২০১৭
বাসস, ঢাকা
কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url