কবিতাগুলো তোমার জন্যে

নাসির আহমেদ কাবুল

নির্ঘুম রাত জেগে থাকার গল্প শোনাতে পারব না তোমাকে আর,

বর্ষায় কদম ফোটার আনন্দ ভাগাভাগির সময়ও

ফিরে আসবে না আর কোনোদিন;

পদ্মপাতার জল-টলমল চোখে অভিমান থিতু হবে না কখনও আর,

হাত বাড়িয়ে ছুঁয়ে দেয়ার ইচ্ছেগুলো মন খারাপ করা

অন্ধকারে ডুবসাঁতার দেবে যখন, তখন

কবিতাগুলো তোমার হবে।


এক-একটি কবিতা হাজার মণের দীর্ঘশ্বাসের পাহাড় হয়ে

তোমার বুকে আছড়ে পড়বে একদিন,

সেইদিন তুমি কুহকের অরণ্য ভেদ করে জোছনার জলে 

অবগাহন করবেÑকবিতার প্রতিটি শব্দ-প্রতিশব্দ-উপমা-রূপক

তোমার আঁচলে ঠাঁই পাবে--আর তুমি 

অভিধানের পাতায় পাতায় আমাকেই দেখবে যখন,

তখনই কবিতাগুলো তোমার হবে।


কবিতার জন্য চাই সফেদ আকাশ, সোনালি চাঁদের হাসি,

ঝিরঝির বৃষ্টি, মুগ্ধ বাতাসে ঝিঁঝির উৎসব,

ঘাসের ডগায় রুপালি সকাল--

পাখির ঠোঁটে বারোয়ারি কীর্তন...


এখন বারবেলা, কালবেলাÑমন খারাপ করা মজাপুকুরে 

অভিমানী জোছনার ডুবসাঁতার, কার যেন সখের নোলক

দুর্বাঘাসে মৃত্যুবিছানায় গড়াগড়ি খায়---

ইচ্ছের পানশি মাঝ নদীতে টালমাটাল,

এমন অসময়ে কবিতাগুলো তোমার জন্য নয়---

আমিও কেউ নই তোমার। 


পুরানা পল্টন, ঢাকা

৩ জুলাই, ২০১৮

কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url