বৃষ্টি ভালো
বৃষ্টি ভালো, বেশ তো—বৃষ্টি আমি চাই
সন্ধ্যেবেলায় জানালা পাশে
তোমায় যদি পাই।
বৃষ্টি ভালো, বেশ তো—বৃষ্টি আমি চাই
তোমার কাছে চুপি চুপি
যখন চলে যাই।
বৃষ্টি ভালো, বেশ তো—বৃষ্টি আমি চাই
হুডখোলা রিকশায় যদি
দুজন মিলে ধাই।
বৃষ্টি ভালো, বেশ তো—বৃষ্টি আমি চাই
যখন ভাবি তোমার মতো
আপন কেহ নাই!
বৃষ্টি ভালো, বেশ তো—বৃষ্টি আমি চাই
তোমার সঙ্গে আমার যে আর
দূরত্ব কিছু নাই।
বৃষ্টি ভীষণ মিষ্টি, অঝোর বৃষ্টি আমি চাই
তুমি আমি দুজন মিলে
(যদি) বৃষ্টির জলে নাই।
বাসস, ১৮ জুন/২০১৮