নীলপদ্ম সরোবর
নাসির আহমেদ কাবুল
আমি দেখি তোমাকে শত-সহস্রবার,
শুচিশুভ্র আফ্রোদিতি--
এক অপার্থিব মুখোচ্ছবির মায়াজালে
হারিয়ে ফেলি নিজেকে বার বার...
তুমিই আমার নীলপদ্ম সরোবর।
দৃষ্টি থেকে বৃষ্টি যখন যায় সরে--
মায়াবী চাঁদ ওঠে হেসে;
কার স্পর্শে যেন ভাঙে ঘুম, কী যেন
বলে যায় ভালোবেসে...
কোথাও পাই না ঠিকানা তাহার--
সে-ই যেন নীলপদ্ম সরোবর!
রাত্রি নিঝুম ঘুমহীন চোখে তারা জ্বলে
মাধবী তোমাকে খুঁজে ফিরি পলে-পলে
ক্লান্ত দুই চোখে ভাসে পদ্মের ছবি--
বুকের গহীনে স্বপ্ন আঁকে বিরহী কবি।
ক্লান্ত-বিবস মনে যখন মন খারাপের
স্বরলিপি যাই লিখে,
ভাসা-ভাসা স্মৃতি নিয়ে খুঁজে বেড়াই
তোমায় দিকে দিকে;
যখন অন্ধকার ঘনায় চারিধারÑ--
তুমিই আমার সেই নীলপদ্ম সরোবর।
১৫ আগস্ট/২০২১
কাব্যগ্রন্থ : নীলপদ্ম সরোবর