সেদিন তুমি ছিলে বলে
তুমি কিছু শুনতে এবং দেখতেও পাও না,
তাই বলে অন্ধও নয়, তবে ভীষণ সেকেলে!
আমার না-বলা কথাগুলো মধ্যরাতে নিষ্প্রাণ জোনাকি হয়ে জ্বলে,
পত্রিকার পাতায় ছাপা হয়; সেসবের খবর
অস্থির করে না তোমাকে এখন; তাহলে আমি
কার কাছে যাব বলো?
বৃষ্টি না হলে আকাশটা যে অন্ধ হয়ে যাবে
তুমি কি তা মেনে নেবে?
একদিন ভুল করে হাত ধরেছিলাম একটি পা-ুর সকালের,
একটি মধ্যরাত ঠাঁয় দাঁড়িয়েছিল ব্যালকনিতে,
একটি প্রজাপতি শার্টের আস্তিনে ছোপ-ছোপ রঙ লাগিয়ে
দিয়েছিল একদিনÑ
তুমি তখনও অন্ধ হওনি, তখনও বোবা-কালাও হওনি;
আমার নিঃশ্বাস ভারী করা সেই এক বসন্ত দিনে
মাতাল বাতাসে আমি বিশিষ্ট হয়েছিলাম
সেদিন তুমি ছিলে বলে!
পুরানা পল্টন, ঢাকা
২৭ জুন, ২০১৮
কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা
২৭ জুন, ২০১৮
কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা