বদলে যাচ্ছি একটু একটু করে


কত রাত ভোর হয়েছে নির্ঘুম নির্জনে,

তোমার মোহন স্পর্শের আশায় দুচোখের পাতা

এক হয়নি কত কাল ধরে!

পাইনি বলে কতশত অনুুযোগে—অভিমানে

আহত করেছি তোমাকে, তোমার ভাষায়—

অযাচিত কারণে!


এখন সেসব পুরানো কেবলই স্মৃতির রোদছায়া।


যাচিত স্বপ্ন যখন পা-ুর মেঘে ঢাকে,

যখন ইচ্ছের বাতিঘর ডুবে যায় নোনা জলে,

তখন অযাচিত মনে হয়নি কোনোকিছু।


নিজেকে প্রেমিক ভেবে যুদ্ধ আর প্রেমের ন্যায়-অন্যায়কে

তুড়ি মেরে উড়িয়ে দিয়েছি বীরদর্পে। এখন ক্লান্ত আমি

অন্য এক মানুষ-না প্রেমিক, না যোদ্ধা, 

না সংসার ত্যাগী ধ্যানী-ঋষি।


একটু-একটু বদলে যাওয়া মানুষ এখন আমি,

প্রতিদিন আয়নার নিজের প্রতিবিম্ব দেখে

আঁৎকে উঠে ভাবি—এই মানুষটা তোমার হতে চেয়েছিল

বলে অচ্ছুৎ স্বপ্নের পাহাড়ের নিচে আটকে পড়ে আছি

কতকাল ধরে!


বদলে যাচ্ছি আমি একটু একটু করে—

বদলে গেছি শুধু তোমারই কারণে।


বাসস, পুরানা পল্টন, ঢাকা
১ আগস্ট, ২০১৯

কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url