নন্দিতার জন্য আশীর্বাদ


কাল রাতে ক্ষয়িষ্ণু জোছনা থেকে তুলে এনেছিলাম তোমাকে।

নির্দয় নিঝুম রাত, স্ট্রিট লাইটের আলোতে ঘুমন্ত নগরী,

রাস্তায় রাস্তায় পাহাড়াদারের বাঁশির তীব্র নিনাদ,

বেওয়ারিশ কুকুরের সুখনিদ্রা আর মাতালের স্বর্গভ্রমণের

সে রাতে আমি তোমাকে পেয়েছিলাম চাঁদের অলিন্দে;

কী অদ্ভুত সহাস্য মুখচ্ছবি তোমার!


কাল রাতে সেই পুরনো কথাগুলো বিদ্রুপ করেছিল আমাকে।

তখন বাতাস ছিল অচঞ্চল-

তখন ঘুমহীন চোখ আমার—

তখন মাতাল অস্থির উদ্বিগ্ন অন্তর

দলিত, বিধ্বস্ত; তোমাকে ছুঁতে না পারার ব্যর্থতার আক্রোশে।


সব খেলায়, সব কাজে তোমাকে জিতিয়ে দিতে চেয়েছিলাম একদিন।

মনে পড়ে তোমার সে কথা? বার-বার ইচ্ছে করে হেরে যাওয়ার

বিনিময়ে তোমার হাসি কিনেছিলাম সেদিন, সুখ কিনেছিলাম আমি...


হেরে যাওয়া কি জানো?

হেরে যাওয়া মানে নিজের ভিতর নিজেকে নতুন করে দেখা;

আজ আমি নতুন করে নিজেকে দেখেছি,

আজ তোমাকেও জেনেছি নতুন করে, তুমি ভালো আছ;

বেশ আছ তুমি—এতটুকু জীর্ণতা নেই কিছুতে।


অমনি থেকো নন্দিতা, ভালো থেকো তুমি চিরকাল।

২০ জানুয়ারি, ২০২০
মোহাম্মদপুর, ঢাকা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url