তোমাকে কত কী বলার আছে


নাসির আহমেদ কাবুল 


আজ এই ফাল্গুনে যখন বিরহী কোকিলের আর্তনাদে

রমনার বাতাস কাঁদে অলক্ষ্যে, তখন কে যেন

হেঁটে চলে যায় নিঃশব্দে,

তখন আমার বারোয়ারি সুখ গলে পড়ে মোমের মতোন।


জেগে উঠি সবুজ পাতার মতো একাকী,

তাকিয়ে দেখি নবীন কিশলয় থেকে উঁকি দেয়া

ঘুমন্ত কোনো ফুলের কোরক, চোখে তখন দারুণ তৃষ্ণা-

সেই ছেলেবেলায় প্রথমবার তোমাকে দেখার মতো!


আজ এই ফাল্গুনে-কোকিলের আর্তনাদের দারুণ দিনে

তোমাকে খুব মনে পড়েছে আমার, চোখে অস্থির তৃষ্ণা

নিয়ে পাতার বনে খুঁজে ফিরছি একটি মোহন সকাল

প্রথম প্রহরে রজনীগন্ধার মতো বিষণ্ণ বিমূর্ত অনুরাগে।


আজ খুব ইচ্ছে করে ডেকে বলি কোকিলের মতো করে

আমার চোখ গেছেÑহৃদয় বনে আজ এসেছে ফাল্গুন,

দাবানলের মতো জ্বলছে পলাশের রঙ, শিমুলের লাল;

এই সময়ে তোমাকে কত কী যে বলার আছে আমার!


১৯ ফেব্রুয়ারি, ২০১৮

বাসস, পুরানা পল্টন

কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url