কোথাও আমি নেই


আমি এখন কোথাও নেই, ঘরে নেই, বাইরে নেই

আড্ডা-মজলিসে, চায়ের দোকানে, অফিসে

অথবা দিন শেষে গোধূলির মরা আলোয়;

মাছরাঙার ঠোঁট কিংবা পুকুর পাড়ে বয়েসী

কাঁঠাল গাছের নিচে ছিপ হাতে আমি নেই!


তপ্ত দুপুরে খাঁ-খাঁ রোদ্দুরে দিগন্তের কাছে

একলা নির্জনে ছাতা মাথায় আমি নেই

শ্রাবণ ধারায় বৃষ্টির সেতারে আমি নেই

উঠুনে, হাঁটুজলে কাগজের নৌকোয় বা

খালপাড়ে কলাগাছের ভেলায় আমি নেই

আমি নেই ধলুদার তবলার বোলে

বাশিরাম শীলের কীর্তনে আমি নেই,

কোথাও নেই!


তাসের আড্ডায় নেই, মদের আসরেও নেই

মসজিদে নেই, মন্দিরে নেই, গীর্জায় নেই

ধর্মে নেই, অধর্মে নেই; রাজনীতির স্টেজে

করতালির মধ্যেও এখন আমি আর নেই...


কার যেন লাজুক চোখের তারায় আমি নেই

সন্ধ্যায় হেরিকেনের আলোয় তার জানালায়

অপেক্ষায় নেই-

পূরবীতে নেই, ভৈরবীতে নেই, শিবরঞ্জনিতে

মেঘমাল্লারে, দরবারী কানাড়ায়ও নেই।


বোনের আদরে, ভাইয়ের  স্নেহে আমি নেই

মায়ের শাড়ির আঁচলে নেই, বাবার শাসনে

নেই, অলস বিছানায় নেই, বৈঠকখানায় নেই

রাত ভোর করা যাত্রাপালায় নেই,

কবিগানে নেই, ভাটিয়ালিতে নেই, ভাওয়াইয়াতেও নেই

হুঁশে নেই, বেহুঁশে নেই-অতীতে নেই

বর্তমানেও এখন কারো কাছে নেই আমি!


ঢাকা, ১৯ মে, ২০১৭
কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url