অভিমানের আরেক নাম ভালোবাসা
তোমার সাথে শত্রুতা আমার ঢের,
আর কারো সাথে নয়!
কারো সাথে কোন বিরোধ নেই
কেউ আমাকে বিষণ্ণ করে না
কেউ আমাকে অস্থির করে না
কেউ কাঁদায় না
হাসাতেও পারে না কখনও কেউ।
তোমার সাথেই বোঝাপড়া আমার
তুমিই আমার সব—
আমার শত্রু-মিত্র, বন্ধু-স্বজন
আমার সুখ-স্বপ্ন, দুঃখ,
আমার পাওয়া, না পাওয়া
আমার কষ্ট—
আমার ইচ্ছে-অনিচ্ছা
সব—সবই তুমি।
তোমায় না দেখলে চোখ জ্বলে
মন কাঁদে
চুলে বাউরি বাতাস খেলা করে
অসহায় করে—উদ্বিগ্ন করে
বসন্তকে বর্ষা ভেবে ভুল হয়
দুই চোখ অন্ধ হয়
অমানুষ আমি
সবার কাছে!
তোমাকে ছাড়া কেমন করে
থাকি বলো?
কেমন করে কাটে দিন আমার-
সেসবের খবর রাখো না বলেই তো
আমার এত অভিমান!
অভিমানের আরেক নাম ভালোবাসা
সে কথা জানো না তুমি?
২০ জানুয়ারি/ ঢাকা
কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা
কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা