আজ বসন্তের প্রথম দিন
আজ বসন্তের প্রথম দিন।
তোমার জন্য একগুচ্ছ পলাশের উপহার আর
বাতাসের বুকে দীর্ঘশ্বাস ভরে তোমার ঠিকানায়
পাঠালাম যখন—ঠিক তখনই একটি কোকিল তারস্বরে
ডেকে বলল, কিছুটা কান্না দিলে না তাকে?
কিছুটা চোখের জল, সে তো তারই জন্যে!
বোকা কোকিল শুধুই বিরহে ভোগে!
মিলনেই সুখ খোঁজে শুধু! ওর মাথাটাই গেছে একেবারে!
দুঃখ ছাড়া আনন্দ, বিরহ ছাড়া মিলনÑ
অবুঝ পাখি বোঝে না বলে
সবগুলো বসন্ত ওর জন্যে মিথ্যে হয়ে যায়!
১৩ ফেব্রুয়ারি, ২০১৭
বাসস, ঢাকা
কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা
বাসস, ঢাকা
কাব্যগ্রন্থ : ভালো থেকো নন্দিতা