বন্ধু, ভালো থাকিস তুই
আমার জন্যই তোর তেত্রিশ বছর মিথ্যে হয়েছে!
আমার জন্যই অর্ধেক জীবন অঙ্কুরে বিনষ্ট তোর!
আমার জন্যই দুঃস্বপ্নে কাটে রাত! তবে
কেনো পথ আগলে দাঁড়িয়ে থাকিস ত্ইু?
প্রতারকের মুখে ঝামা ঘসে দিতে পারিস না?
মিথ্যুকের মুখে ছাই দিতে করুণা কেনো অহেতুক?
বেহেড মাতালের জন্য দরজা খুলে বসে থাকিস কেনো
মধ্য রাতে দিনের পর রাত—বছরের পর বছর!
বদ্ধ ঘরের সবগুলো অর্গল খুলে বেরিয়ে পড় এখনই;
তোর জন্যই কোজাগরী চাঁদ ঝুলে থাকে আসমানে
তোর জন্যই সাত সমুদ্র তেরো নদী উত্তাল জোয়ারে।
রৌদ্র¯œানে সূচিতায় এতোটা গাফেলতি কেনো তবে?
আমার সব কথা জমা আছে বুকের জমিনে, সেসব
অপ্রকাশিতই থাক—প্রকাশিত হওয়ার কষ্ট থেকে
মুক্তির স্বাদ দিলাম তোকে। সুখের রূপালী সিকি
তোর জন্যই, ভালো থাকিস তুই—
ভালো থাকিস...
২১ জানুয়ারি, ২০১৬
বাসস, ঢাকা
কাব্যগ্রন্থ : এই বসন্তে তুমি ভালো থেকো
বাসস, ঢাকা
কাব্যগ্রন্থ : এই বসন্তে তুমি ভালো থেকো