একদিন সময় করে এসো

 


একদিন সময় করে এসো।

শেষ দেখা হয়েছিলো পুষ্পিত সকালে, তারপর দগ্ধ দুপুর শেষে

সুগন্ধী বিকেল, অবশেষে বিষণœ গোধূলীর ঘরে ফেরা ক্লান্তিতে

অবসন্ন সময় কেমন কাটে—সেসব খুঁটিনাটি রসালাপে

একটি বিকাল যদি বিশিষ্টতা পায়, ক্ষতি কি? 


সব ক্ষতি পুষিয়ে নিয়েছি সেই কবে—যখন হাঁটতে-হাঁটতে

প্রবেশ করেছি কৃষ্ণগহ্বরে; সুনসান রাত্রির নিস্তবদ্ধতা ভেঙে

যখন উল্লাস করেছি, আক্ষেপ করেছি, কী পাইনির খাতায়

শুধুই শূন্যতা চলেছি এঁকে...


দিনের আলোতেই এসো, অথবা রাত্রির গহন অন্ধকারে,

লোকালয়েও আসতে পারো।

যে কথা বহুবার বলা হয়েছে, যে কথা ছড়িয়ে পড়েছে

গ্রহ থেকে গ্রহান্তরে।

সেসব ব্যক্ত যন্ত্রণা এখন আতুরঘর ছেড়ে ছুটছে প্রাণপণে,

এখন লোকলজ্জা বড় বেশি বেমানান, অযৌক্তিকও বটে!


একদিন সময় করে এসো।

দেখে যেও কেমন করে একটি সম্পূর্ণ বিকেল, একটি গোধূলী

একটি বিষণ্ণ রাত তোমার জন্য অপেক্ষা করে থাকে

যুগ-যুগ, জন্ম-জন্মান্তর।


৩ মে, ২০১৬

পুরানা পল্টন, ঢাকা


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url