একটি বই প্রকাশ করতে কত টাকা খরচ হতে পারে?



একটি বই প্রকাশ করতে হলে কত খরচ হতে পারে?  প্রশ্নটির উত্তর একটু জটিল ও ঘোরানো মনে হতে পারে, যারা বই প্রকাশ করতে চান তাদের কাছে। তবে প্রকাশকের কাছে এটি খুব সহজ উত্তর। আমি প্রকাশক, তাই আমি বিষয়টি আমার মতো করেই বলতে চাই।  এই বলার মধ্যে কোনো ব্যবসায়িক দুরভিসন্ধি নেই, আচ্ছে স্বচ্ছতা,  আছে মানুষের একটুখানি উপকার করার মানসিকতা। তাই এই নিবন্ধের প্রতিটি কথা সরলভাবে গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করব।

একটি বই প্রকাশ করতে হলে কত টাকা খরচ হতে পারে? এই প্রশ্নের উত্তর দিতে হলে কয়েকটি বিষয় জানা জরুরি, না হলে উত্তর দেওয়া সম্ভব হয়।

১. প্রথমে জানতে হবে, বইটি কত পৃষ্ঠার হবে।

আমরা প্রকাশকরা ফরমা হিসেবে বইয়ের  আকার নির্ধারণ করে থাকি। যেমন চার ফরমা, পাঁচ ফরমা ইত্যাদি।

তাহলে জানতে হবে ফরমা কী? ফরমা হচ্ছে ১৬ পৃষ্ঠায়  এক ফরমা। মনে করুন আপনার বইটি ৮০ পৃষ্ঠার। তাহলে ৮০ ভাগ ১৬ পৃষ্ঠা = ৫ ফরমা।  এভাবে প্রতিটি বই ফরমা হিসেবে পৃষ্ঠা হিসাব করতে হবে। যেমন ৬ ফরমা= ৯৬ পৃষ্ঠা, ১০ ফরমা= ১৬০ পৃষ্ঠা। আপনি যদি ৮৪ পৃষ্ঠার একটি বই প্রকাশ করতে চান, তাহলে আপনাকে ৬ ফরমার হিসাব করতে হবে। অর্থাৎ ফরমা হিসাবে বাইরে একটি পৃষ্ঠাও অতিরিক্ত হলে আপনাকে আরও একটি ফরমা হিসাব করতে হবে। যেমন ৮০ পৃষ্ঠায় ৫ ফমরা হলে ৮২ পৃষ্ঠায় ৬ ফমার হিসাব আসবে।

২. এবার আসুন বইটি কত কপি ছাপা হবে। বইয়ের পরিমাণের উপর নির্ভর করছে কাগজের মুল্য ও বাইন্ডিংয়ের খরচ।

উপরের এই দুটি বিষয় জানা হলে একজন প্রকাশক আপনাকে বইয়ের প্রকাশ মূল্য কত  খরচ হবে তার হিসাব বলে দিতে পারবেন। এবার আসা যাক একজন প্রকাশক বইয়ের প্রকাশনা খরচ কীভাবে হিসাব করেন। নিচের হিসাবটা লক্ষ্য করুন।

ছাপার কাগজ

৩. আমরা ধরে নিলাম ৫ ফরমা আকারে (৮০ পৃষ্ঠা) একটি বই ৩০০ কপি প্রকাশ করব। এবার খাতওয়ারি হিসাবটা লক্ষ করুন।

কাগজের মূল্য : ৫ ফরমার একটি বই ৩০০ কপি প্রকাশ করতি হলে মোট কাগজ দরকার হয় ১.৬ রিম। বর্তমানে বাজারে ৮০ গ্রাম কাগজের মূল্য রিম প্রতি ৩৬০০ টাকা এবং ১০০ গ্রাম ৪৫০০ টাকা। আমরা ৮০ গ্রামের হিসাব ধরছি : ৫,৭৬০ টাকা।

৩.২ এবার একজন আর্টিস্টকে দিয়ে একটি কভার আর্ট করাতে হবে। নামীদামী আর্টিস্টরাা একটি কভার করতে ৫ থেকে শুরু করে ১৫-২০ হাজার টাকাও নিয়ে নেন। আমি সাধারণভাবে একটি কভারের আর্ট করাতে ২৫০০ টাকা ধরে নিলাম।

কভার ছাপার জন্য মোট খরচটা তুলো ধরলাম। ৩০০ কপি কভার ছাপতে হলে ৬০০০ টাকা খরচ হয়। এর মধ্যে রয়েছে কভারের ডিজাই সাইজের ৪টি প্লেট, ১৫০ গ্রাম কাগজ, ছাপা খরচ (কভার), ম্যাটস্পট খরচ অন্তর্ভুক্ত রয়েছে এবং অন্যান্য।

প্লেটের মূল্য :  এবার আসা যাক  ছাপার জন্য প্লেট তৈরি করা। প্রতি ফরমার জন্য একটি প্লেট দরকার। একটি প্লেটের মূল্য পড়ে ৫০০ টাকা। তাহলে ৫ ফরমার জন্য ৫টি প্লেটের মূল্য পড়ে ২৫০০ টাকা।

মূল টেক্সট ছাপার খরচ :     প্রতি প্লেটে ১ থেকে ১০০০ কপি ছাপার জন্য ৫০০ টাকা খরচ হবে। তাহলে ৫ ফরমার জন্য খরচ হবে ২৫০০ টাকা।

বাইন্ডিং খরচ : বাইর্ন্ডিং খরচ পড়বে বই প্রতি  ২৫ টাকা থেকে শুরু করে ৩০-৩৫ টাকা। আমরা ২৫ টাকা হিসাব করলাম। তাহলে ৩০০ কপি বই বাইর্ন্ডিং খরচ পড়বে ৭,৫০০ টাকা।

প্রুফ রিডিং

প্রুফ ও এডিটিং খরচ :    এর সঙ্গে যোগ করতে হবে এডিটিং ও প্রুফের জন্য খরচ। প্রতি ফরমায় কম করে  হলেও ১৫০০ টাকা ফরমা প্রতি খরচ হবে। তাহলে ৫ ফরমায় খরচ হবে ৭৫০০ টাকা। 


বই বাঁধাই

এবার হিসাব করে দেখুন ৫ ফরমা একটি বই প্রকাশ করতে হলে খরচ পড়বে ২৯২৬০ টাকা।  এই ৩৪,২৬০ টাকা থেকে একটি টাকাও প্রকাশকের পকেটে যাচ্ছে না, সবটাই প্রেসওয়ালার পকেটে যাবে। 

৫ ফরমার ৩০০ কপি বই প্রকাশের জন্য এটাই বেসিক খরচ।

তাহলে প্রকাশক কি ইচ্ছে করলে কিছু টাকা কম রাখতে পারেন? সবাই পারেন না।  কেউ কেউ পারে এডিটিং ও প্রুফিংয়ের কিছু টাকা লেখকের কাছ থেকে কম নিয়ে। 


নাসির আহমেদ কাবুল
কবি ও কথাসাহিত্যিক
প্রকাশক, জলছবি প্রকাশন

লেখাটি জলছবির নামে পুন:মুদ্রণ করা যাবে। না হলে কপিরাইটের আওতায় পড়তে হবে।-- লেখক।



 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url