ভালোবাসা ঈশ্বরের দান
কী বললেন আমাকে চেনেন আপনি!
কোথাও দেখেছেন? কোথায়?
আমি তো যাই না কোথাও প্রায় চল্লিশ বা
তারও বেশি কিছু বছর।
আচ্ছা বলুন তো আমার পিঠে কি
জরু
লের দাগ আছে, নাকি কাটা দাগ কোথাও?
আমার বাবার নাম?
ঠিকই তো আছে--বাবার নাম, সাকিন...
পিঠে কাটা দাগ, জরুল...
ঠিকঠাক মিলে গেছে সব!
কিন্তু আমাকে তো আমিই চিনি না জনাব,
আপনি চিনবেন কেমন করে! তবুও বন্ধুত্ব হোক
অচেনা অচেনায়, ঈশ্বরকে না দেখে
ভালোবাসি যেমন।
পৃথিবীর সবটুকু ভালোবাসা ঈশ্বরের দান।
২২শে জুন/২০২৩
আমি তো যাই না কোথাও প্রায় চল্লিশ বা
তারও বেশি কিছু বছর।
আচ্ছা বলুন তো আমার পিঠে কি
জরু
লের দাগ আছে, নাকি কাটা দাগ কোথাও?
আমার বাবার নাম?
ঠিকই তো আছে--বাবার নাম, সাকিন...
পিঠে কাটা দাগ, জরুল...
ঠিকঠাক মিলে গেছে সব!
কিন্তু আমাকে তো আমিই চিনি না জনাব,
আপনি চিনবেন কেমন করে! তবুও বন্ধুত্ব হোক
অচেনা অচেনায়, ঈশ্বরকে না দেখে
ভালোবাসি যেমন।
পৃথিবীর সবটুকু ভালোবাসা ঈশ্বরের দান।
২২শে জুন/২০২৩