তখনও বসন্ত ছিলো


তখন বসন্ত ছিলো, ছিলো গাছের পাতায় রোদ্দুর

ঝিলমিল জোছনা রাতে ছিলো তারার মিছিল, সেই

এক মুগ্ধ রাতে তোমার দুয়ার ছিলো খোলা।

আমি তখন তোমার চোখে চোখ রেখে

দাঁড়িয়েছিলাম—

তখনও বসন্ত ছিলো।


তখন বসন্ত ছিলো, ছিলো ঘুমের ঘোরে স্বপ্নের সেতার

দরবারী কানাড়া-বেহাগে মাতাল সময় ছিলো, তখন

তোমার বাঁশি বেশ উল্লাসে বেজেছিলো,

আমি যখন প্রথমবার তোমার

হাত ধরেছিলাম—

তখনও বসন্ত ছিলো।


তখন বসন্ত ছিলো, ইচ্ছেঘুড়ি দূর আকাশে পেয়েছিলো ঠিকানা,

ব্যাকুল প্রজাপতির ডানায় প্রণয়ের রং ছিলো, তারপরও

অলক্ষ্যেই দুজনের পথ দুদিকে গেলো বেঁকে!

সেই থেকে নদীর দুই তীরে আজও

তুমি আর আমি।


৯ এপ্রিল, ২০১৫
মোহাম্মদপুর, ঢাকা
কাব্যগ্রন্থ : এই বসন্তে তুমি ভালো থেকো
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url